বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

নিষিদ্ধ বেহুন্দি জালসহ ১৮ জেলে আটক

মোঃ আব্দুর রহিম শরণখোলা (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম শরণখোলা (প্রতিনিধি) :

পূর্ব সুন্দরবন সংলগ্ন চরা পুরিয়া এলাকায় নিষিদ্ধ বেহুন্দি জালদিয়ে মাছ ধরার সময় মঙ্গলবার ভোরে টহলরত বনরক্ষীদের হাতে আটক হয়েছে ১৮ জেলে। এ সময় আটক করা হয় ৮টি নৌকা ও ১টি ট্রলার। বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের টিম লিডার বনরক্ষী দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহল কালীন সময়ে গোপন সূত্রের ভিত্তিতে, আজ মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী ভোরে বনের চরা পুরিয়া টহল ফাঁড়ির হলদির খালে অভিযান চালিয়ে নিষিদ্ধ বেহুন্দি জালসহ ১৮ জেলেকে আটক করা হয়। এছাড়াও নিষিদ্ধ বেহুন্দি জালদিয় মাছ ধরা অবস্থায় ৮টি নৌকা ও ১টি ট্রলার জব্দ করা হয়। এত বিপুল পরিমাণ নিষিদ্ধ বেহুন্দি জাল ও চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। আটককৃত জেলেদের বাগেরহাট জেল হাজসে প্রেরণ করা হয়েছে বলা জানা গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ