মো:সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের ভাবকী গ্রামে সমাজসেবক ও গ্রামীণ ব্যাংকের সাবেক অডিট অফিসার আশরাফুল আলমের ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) সকাল সাড়ে ১১টায় ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশিদ কালু।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদিজাতুল কুবরা, ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মনজুর রহমান, আজিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সমাজসেবক সিদ্দিকুর রহমান, মাজেদুর রহমান, দেলোয়ার হোসেন চৌধুরী আপেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আয়োজক আশরাফুল আলমের এই উদ্যোগকে উপস্থিত সকলে সাধুবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবানরা এ ধরনের জনকল্যাণমূলক কাজে আরও বেশি করে এগিয়ে আসবেন।