
মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ইয়াছিন নগর এলাকায় অবস্থিত ক্ষতিকারক টায়ার ফ্যাক্টরি অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে মহাসড়কে মানববন্ধন করেন এলাকাবাসী। এই মানববন্ধনে অংশ নেন শতাধিক বিক্ষুব্ধ ছাত্র-জনতা এলাকাবাসী ও বিক্ষুব্ধ ছাত্র জনতা এই ক্ষতিকারক টায়ার ফ্যাক্টরি অপসারণের দাবি জানিয়ে দীর্ঘ ২ ঘণ্টা ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে মহাসড়ক অবরোধ করে মিছিল করেন।
বিক্ষুব্ধ ছাত্র জনতা ও এলাকাবাসীর বলেন,টায়ার ফ্যাক্টরি ক্ষতিকারক ধোয়া ও গন্ধ আমাদের শরীরে নানা ধরনে রোগ বালায় সৃষ্টি হচ্ছে।শ্বাসকষ্ট থেকে শুরু করে,শরীরের বিভিন্ন কঠিন রোগ আমাদের শরীরে দেখা দিচ্ছে। শুধু তাই নয় কৃষি জমি অপযোগী হয়ে পড়েছে।আমরা এর প্রতিকার চাই।
এই মানববন্ধনে প্রায় দেড় থেকে দুই শতাধিক নারী-পুরুষ,শিশু থেকে শুরু করে বৃদ্ধ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। তাদের দাবি এই ক্ষতিকারক ফ্যাক্টরি অবিলম্বে অপসারণ করে সাধারণ এলাকাবাসী একটি সুন্দর জীবনযাপন করুক।