বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

মারা গেলেন বাংলাদেশ রেলওয়ের ১৫০৫ প্রকল্পের গেইট কিপার মিজানুর রহমান।

এম রহমান চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

এম রহমান
চট্টগ্রাম প্রতিনিধি।

দীর্ঘ ৯ মাস বেতন বিহীন থাকার পর হতাশা ও দুর্শ্চিন্তাই পারিবারিক অভাব অনটন চাপ সয্য করতে না পেরে গত ০৮/০২/২০২৫ সকাল ১০ টায় স্টক করে হাসপাতালে ভর্তি হওয়ার পর আজ ০৯/০২/২০২৫ আনুমানিক দুপুর ১.৪০ মিনিটে মৃত্যুবরণ করেন।

এই পর্যন্ত মোট ৯ জন গেইটকিপার মারা যায় ভিবিন্ন সময় বেতন বন্ধ থাকায় মানসিক চাপ সর্য্য করতে না পারায়

হাসাপাতাল কতৃপক্ষ জানায় রোগি আমাদের সাধ্যোর বাহিরে আপনারা দূত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার ব্যবস্হা করেন, কিন্তু দীর্ঘ ৯ মাস বেতন বন্ধ থাকায় পারিবারিক ভাবে টাকা পয়সার ব্যবস্হা করতে অক্ষম হওয়ার ঢাকা নেওয়া হয়নি মিজান কে

তিনি বাংলাদেশ রেলওয়ে মান উন্নয়ন শীর্ষ প্রকল্পের গেইট কিপার। গেইট নং ই-৯ (AJ) তিস্তা সেশনের কর্মরত ছিলেন।
মৃত্যু কালে তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন।

এই বিষয়ে পশ্চিমের পিডি বিরবল কে ফোন দিলে তিনি জানায়, বিষয়টি দুংখজনক ৯ মাস বেতন বন্ধ থাকায় তারা আসলে খুবি মানবেতর জীবন যাপন করে, পিডিবিরবল বলেন সে অসুস্থ ছিল, কিন্তু হাসপাতার এর রিপোর্ট অনুযায়ী সে ভিবিন্ন মানসিক চাপ সর্য্য করতে না পেরে স্টক করে মারা যায়

একজন গেইটম্যান জানায়, বেতন জন্য বার বার রেলভবন আন্দোলন করা হলে কোন স্হায়ী সমাধান হয়নি বার বার আশ্বাস দিলে ও মন্তানালয়ের কথা কাজে কোন মিল নেই।
আমাদের কলিগরা বেতন ছাড়া খুবি কষ্টে ডিউটি করে পরিবার নিয়ে সবাই খুবি কষ্টে আছে।

তারা আরো জানায়,
গত ১৮ সেপ্টেম্বর বকেয়া বেতন ও চাকরি রাজস্ব এর দাবিতে রেলভবনে বিক্ষোভ কর্মসূচি পালন করি বিক্ষোভ কর্মসূচি তে সেনাবাহিনীর উপস্থিতিতে সেনা ক্যাপ্টেন আরাফ সহ গেইটম্যান ৬ জন প্রতিনিধি নিয়ে রেলের ডিজি সচিব ও অন্য অন্য অফিসার দের উপস্থিতিতে রেলভবনে মিটিং হয়, মিটিয়ে চুরান্ত সিন্ধান্ত হয় নভেম্বর মাসের ১ তাং এর ভিতর বেতন ক্লিয়ার করা সহ চাকরি স্হায়ীর জয়েন্ট লেটার দেয়া হবে বলেন ডিজি সরদার সাহাদাত হোসেন সব অফিসার এর সামনে কিন্তু নভেম্বর শেষ করে ডিসেম্বর অতিবাহিত হলে বেতন ও চাকরির কোনটা সুরাহ হয়নি
১৯ শে ডিসেম্বর তারা আবার রেলভবন ঘেরাও করলে সচিব ও ডিজি আবার মিটিং করে বলেন প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে চাকরি রাজস্ব সম্ভব ও বেতন পাওয়া সম্ভব প্রধান উপদেষ্টা কে তারা বুঝিয়ে বলে খুব দূত এটি সমাধান করা হবে
কিন্তু আজ একমাস শেষ হলে ও বেতন ও রাজস্ব কোনটির দেখা মেলেনি এখনো এই নিয়ে গেইটকিপার দের মধ্যে চরম হতাশা ও অস্তিরতা বিরাজ করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ