বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

মধুপুরে ট্রাক ও মাহেন্দ্রের সাথে সংঘর্ষে মাহেন্দ্রের চালক নিহত।

টাঙ্গাইল প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও মাহেন্দ্রের সাথে সংঘর্ষে মাহেন্দের চালক নিহত। শুক্রবার ফ্রেরুয়ারি রাত্রি ৭.৪০ মিনিটে দিকে দেওলাবাড়ী এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ঘাটাইল উপজেলার চকপাড়া পাকুটিয়া গ্রামের উদুর ছেলে আজমান (৪০) তিনি মাহেন্দ্রের চালক ছিলেন।
মধুপুর থানার এসআই রুবেল এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মালবাহী ট্রাক ঢাকাগামী দ্রæতগতি ট্রাক দেওলাবাড়ী আসার পর বিপরীতগামী (পাকুটিয়া দিকে) মাহেন্দ্রকে চাপা দেয়। এ ঘটনায় মাহেন্দ্রচালক ঘটনাস্থলেই মারা যান।
মধুপুর থানার ডিউটি অফিসার এসআই রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। মালবাহী ট্রাকটি আটক করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ