
মোহাম্মদ নুরুন্নবী শহর প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের বড় বাজার জামে মসজিদ
কমপ্লেক্স নূরানী ও ইবতেদায়ী মাদরাসার ৫ ম বার্ষিক, ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
৬ ফেব্রুয়ারী সকালে বড় বাজার মসজিদ কমপ্লেক্স এর ৩য় তলায় বড় বাজার জামে মসজিদ কমপ্লেক্স, নূরানী ও ইবতেদায়ী মাদরাসা এর সভাপতি এইচ. এম. জসিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান শিক্ষক ক্বারী জসিম উদ্দিন এর পরিচালনায় এই অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বড় বাজার জামে মসজিদ কমপ্লেক্স এর সভাপতি আলহাজ্ব আব্দুল মাবুদ চৌধরী,বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি ও বড় বাজার জামে মসজিদ কমপ্লেক্স এর সহ সভাপতি মাহবুবর রহমান , ব্যাবসায়ী মোহাম্মদ আশেক, হারুনর রশিদ, মোক্তার সাওদাগর।
এসময় অভিভাবকরা বড় বাজার জামে মসজিদ কমপ্লেক্স নূরানী ও ইবতেদায়ী মাদরাসার প্রশংসা করেন।
পরে নুরানী তালীমুল কুরআন বোর্ডে চট্রগ্রামে অধিনে কেন্দ্রীয় সনদ পরিক্ষায় জিপিএ ৫ অর্জন কারীদের হাতে সনদ ও ক্রিড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন।
সনদ পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা
এসময় ইংরেজি শিক্ষক মোবারক বলেন, মাদরাসার শিক্ষকরা শিক্ষার্থীদের ভালো ফলাফল প্রদানে পরিশ্রম করে যাচ্ছে।
শিক্ষার গুনগত মান বাড়িয়ে এগিয়ে যাবে বড় বাজার জামে মসজিদ কমপ্লেক্স নূরানী ও ইবতেদায়ী মাদরাসা এমনটায় প্রত্যাশা অবিভাবকদের।