মোঃ আব্দুর রহিম শরণখোলা (প্রতিনিধি):
আজ মঙ্গলবার বেলা ১২ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়ন ও ধানসাগর ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করা হয়। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের যৌথ অভিযানে দুইজন মাদকসেবি ও মাদক পরিবহনকারী আটক হয়েছে। এরা হলেন, ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামের আলমগীর জমাদ্দারের ছেলে রিগান জমাদ্দার (৩৬) এবং রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের হেমায়েত হাওলাদারের ছেলে আব্দুস সাত্তার (৪০)। এ সময় গাঁজা সেবনের সরঞ্জামাদি ও কিছু পরিমাণ গাঁজা সহ তাদেরকে নিজনিজ এলাকা থেকে আটক করা হয়। আটকের পরে জিজ্ঞেসাবাদে তারা তাদের গাঁজা খাওয়া ও গাঁজা পরিবহন করার অপরাধ স্বীকার করে এবং ভবিষ্যতে এমন অপরাধ মূলক কাজ কখনো করবে না মর্মে ক্ষমা প্রার্থনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ তে প্রত্যেকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জব্দ কৃত গাঁজাসেবনের সরঞ্জামাদি ও গাঁজা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।