আসিফ সরকার, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি প্রক্রিয়ায় পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বটতলার ভাসানী চত্বর থেকে আন্দোলন শুরু হয়। মিছিলটি বিভিন্ন হল ও লাইব্রেরি প্রদক্ষিণ করে নতুন রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। উত্তেজিত শিক্ষার্থীরা সেখানে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।
আন্দোলনকারীরা তিন দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে—
১।পোষ্য কোটার সম্পূর্ণ বাতিল করতে হবে।
২। আন্দোলনরত কর্মচারীদের দ্বারা শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে চাকরিচ্যুত করা এবং ভবিষ্যতে কেউ ক্যাম্পাস অচল করার ঘোষণা দিলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ,
এবং সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব স্থগিতকরণ।
৩। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যার মধ্যে ছিল—“দাবি মোদের একটাই, পোষ্য কোটার বাতিল চাই”, “হলে হলে খবর দে, পোষ্য কোটার কবর দে”, “সংস্কার নয়, বাতিল চাই” ইত্যাদি।
আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, কর্মচারীদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠার পর তারা এখন পোষ্য কোটার সম্পূর্ণ বিলুপ্তি চান। ৫৩তম ব্যাচের শিক্ষার্থী সৃষ্টি জানান, “যে কর্মচারীরা শিক্ষার্থীদের হুমকি দিতে পারে, তাদের আমরা জাহাঙ্গীরনগরে চাই না। যদি প্রশাসন কোটা বাতিল ও জাকসু বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, তাহলে নতুন আরেকটি বড় আন্দোলন গড়ে তোলা হবে।”