জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ
নওগাঁর পোরশায় দানিপুকুর সাধু পৌল মাধ্যমিক বিদ্যালয়ে তিনদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মি.দিপালী আরেং প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক অবিনাশ তিগ্যার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব মোসা. নাবিলা ফেরদৌস সহকারী কমিশনার (ভূমি)পোরশা উপজেলা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন শদ্ধেয় ফাদার কাজল গমেজ পাল পুরোহিত বন্ধু পাড়া মিশন।বক্তব্য শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন। এসময় উপজেলা কো-অর্ডিনেটর সিসিডিবি কর্মকর্তা স্টিভ রায় রুপন,নিষ্কিনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:শামসুল আলম এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক,অভিভাবক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।