রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

কুমিল্লা, মহানগরী জামায়াতে সেক্রেটারী মাহবুবুর রহমানের মায়ের ইন্তেকাল”

মিজানুর রহমান " স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

মিজানুর রহমান ”
স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী সেক্রেটারী মাহবুবুর রহমান এর মা,মোসাম্মদ রজ্জবের নেছা (৮২) বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার দুপুর ২ টায় ইন্তেকাল করিয়াছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৩ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ,নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন ও নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুন

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাত দান করুন, এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন, এবং সকলের নিকট দোয়া চান”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ