শরিফুল ইসলাম ভূঁইয়া
বিস্তারিত: শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের পক্ষ থেকে রামগঞ্জে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উপদেষ্টার পক্ষ থেকে তার বড় ভাই ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা জনাব মাহবুব আলম মাহির এবং তার শ্রদ্ধেয় পিতা জনাব মোহাম্মদ বাচ্চু মোল্লা নিজ হাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে রামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বলেন, এই উদ্যোগ শুধু সহায়তা নয়, বরং সমাজের প্রতি দায়িত্ববোধ ও মানবিকতার প্রতিচ্ছবি। এছাড়া ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
এই কর্মসূচির আওতায় প্রথম ধাপে রামগঞ্জ পৌরসভা, ভাদুর ও ভাটরা ইউনিয়নে কম্বল বিতরণ করা হয়। জনাব মাহবুব আলম মাহির ও তার পিতা জনাব মোহাম্মদ বাচ্চু মোল্লা উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন। পরবর্তীতে অন্যান্য ইউনিয়নে দায়িত্বশীলদের মাধ্যমে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম সম্পন্ন করা হয়।
স্থানীয় বাসিন্দারা উপদেষ্টা মাহফুজ আলমের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, এটি শুধু ত্রাণ বিতরণ নয়, বরং অসহায় মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।
স্থানীয়দের প্রত্যাশা, আগামী দিনগুলোতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের বিভিন্ন স্তর থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।