মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ লগ্নে মেহেদী হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, ড. হাসান মাহমুদ, আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদুসহ ২১৭ জনের নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার ( ২০ আগষ্ট ) দুপুরে জয়পুরহাট বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহত মেহেদী হাসানের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. শামসুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও জনপ্রতিনিধিসহ ২১৭ জন।
জয়পুরহাট বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আতিকুর রহমান মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য জয়পুরহাট সদর থানায় নির্দেশ প্রেরণ করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষে সন্ধ্যা ৭টার দিকে অসংখ্য ছাত্র জনতা জয়পুরহাট থানার সামনে অবস্থান করলে এক পর্যায়ে সংঘর্ষে মেহেদী হাসানের মৃত্যু হয়।
মামলার এসব তথ্য নিশ্চিত করেছেন, বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আব্দুল মোমেন ফকির।