রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

আসিফ সরকার,জাবি প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

আসিফ সরকার,জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি ওয়াজহাতুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি মোসাদ্দেকুর রহমান ও সাধারণ সম্পাদক নোমান বিন হারুন।

অনুষ্ঠানে প্রধান আলোচক, দৈনিক আমার পত্রিকা-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, তরুণদের প্রচেষ্টার কারণে আজ গণমাধ্যম মুক্তভাবে কথা বলতে পারছে। তিনি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় কর্পোরেট মালিকানা, ব্যবসা, বিজ্ঞাপন ও রাজনৈতিক চ্যালেঞ্জগুলো অতিক্রম করার ওপর গুরুত্ব দেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান প্রধান অতিথির বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। তিনি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যাশা করেন।

জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ফ্যাসিবাদী শাসনের সময় সাংবাদিকরা ছাত্র রাজনীতির ঘটনাগুলো যথাযথভাবে তুলে ধরেছিলেন। ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জেনারেল মোস্তফিজুর রহমানও আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার কথা তুলে ধরেন।

আধিপত্যবাদবিরোধী মঞ্চের সংগঠক সোয়াইব হাসান বলেন, ২০১৩ সালে শাহবাগ আন্দোলনের সময় মাহমুদুর রহমান স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছিলেন এবং আজও তিনি সত্য প্রচারে অবিচল। গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা জুলাই বিপ্লবকে বিশ্বব্যাপী তুলে ধরতে সাহসী ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ওয়াজহাতুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে তানভীর ইবনে মোবারক। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি মাহমুদুল হাসান, যুগ্ম সম্পাদক রাহাত চৌধুরি, কোষাধ্যক্ষ ওসমান সরদান, দফতর সম্পাদক এস এম তাওহীদ, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার ইমন এবং কার্যকরী সদস্য আহসান হাবিব ও রবিউল ইসলাম।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ