রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

চৌগাছায় ছাত্রলীগের লিফলেট বিতরণের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল—

মোঃ আসফি ইকবাল যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

মোঃ আসফি ইকবাল
যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছায় ছাত্রলীগের লিফলেট বিতরণের প্রতিবাদে গতকাল ছাত্রদলের ন্যায় আজও যুবদলের নেতা কর্মীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

স্থানীয় সূত্রে জানা যায় গত ২/২/২৫ তারিখে ছাত্রলীগের একদল কর্মী এলাকায় লিফলেট বিতরন করে। যা স্থানীয় যুবদল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।এই ঘটনার প্রতিবাদে যুবদলের নেতাকর্মীরা আজকের মিছিলের আয়োজন করে।

উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক আব্দুল মান্নান ও পৌর যুবদলের সম্মানিত আহবায়ক মোঃ সালাউদ্দিনের নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বর্তমান থানা সভাপতি মোঃ আব্দুস ছালাম, থানা সাধারণ সম্পাদক মোঃ মাসুদুল হাসান,সাংগঠনিক সম্পাদক মোঃ আলিবুদ্দিন খাঁন ও মোঃ মোস্তাক আহমেদ।স্বরূপদা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জহুরুল ইসলাম বাবু।পৌর যুবদলের সম্মানিত সদস্য সচিব মইনউদ্দিন আহমেদ।যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।

মিছিলে অংশগ্রহণকারীরা ছাত্রলীগের এহেন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।তারা বলেন ছাত্রলীগের লিফলেট বিতরণের মাধ্যমে এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যা মোটেও কাম্য নয়। ছাত্রলীগের কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ