মোঃ আসিফ ইকবাল
যশোর প্রতিনিধি
যশোর জেলার চৌগাছা উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লিফলেট বিতরণের প্রতিবাদে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিলের আয়োজন করে।মিছিলিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ছাত্রদলের নেতৃত্বে এই মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রলের আহবায়ক হাকিম রেজা,সদস্য সচিব মেহেরান হাসান জিতু,কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন,সদস্য সচিব রাকিব হাসান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।মিছিল শেষে অংশগ্রহণকারীরা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।তারা অভিযোগ করেন যে,নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির জন্য লিফলেট বিতরন করেছে,যা স্থানীয় শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার ষড়যন্ত্র হিসেবে কাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান নিষিদ্ধ ছাত্রলীগের লিফলেট বিতরণের কারণে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন,যাতে করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।
এই ঘটনায় স্থানীয় প্রশাসন ইতিমধ্যে সতর্কতা জারি করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।