রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

বোয়ালখালীতে আশেকানে খাজা গরীবে নেওয়াজ এর ওরশ শরীফ সম্পন্ন

মোঃ তাজুল ইসলাম, বোয়ালখালী:
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

মোঃ তাজুল ইসলাম, বোয়ালখালী:

আশেকানে খাজা গরীবে নেওয়াজ বোয়ালখালী শাখার উদ্যোগে আতায়ে রাসুল, গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনউদ্দিন চিশতী আজমীরি (রহ:) এর পবিত্র ওরশ শরীফ ২দিন ব্যাপী ৩১ জানুয়ারি ও ০১ ফেব্রুয়াারি শুক্রবার-শনিবার, বাদে আছর বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠ অনুষ্ঠিত হয়।
উদ্বোধক ছিলেন- দক্ষিণ শুকছড়ি দরবার শরীফ এর সাজ্জাদানশীন পীরে ত্বরিকত মাওলানা ছৈয়দ মোহাম্মদ নাছেরুল হক চিশ্তী (ম.জি.আ.)।
প্রধান অতিথি ছিলেন- আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক আওলাদে রাসূল (দ:), আওলাদে গাউছুল আযম মাইজভান্ডারী শাহজাদা ডাঃ সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী (ম.জি.আ.)।
বিশেষ অতিথি ছিলেন-বোয়ালখালী উপজেলা বি.এন.পি’র আহবায়ক হাজী মোহাম্মদ ইসহাক চৌধুরী।
সভাপতিত্ব করেন- বোয়ালখালী উপজেলা বি.এন.পি’র সাবেক আহবায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বি.এন.পি’র সাবেক সদস্য- মোহাম্মদ শওকত আলম।
আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিলেন-হাওলাপুরী দরবার শরীফ এর সাজ্জাদানশীন পীরে ত্বরিকত শাহ্সূফি সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী (মা:জি:আ:), সাতগাছিয়া দরবার শরীফ এর নায়েবে সাজ্জাদানশীনপীরে ত্বরিকত শাহসূফি সৈয়দ আবুল ফজল মুহাম্মদ সাইফুল্লাহ সুলতানপুরী (মা:জি:আ:), হারবাংগিরী দরবার শরীফ এর সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ রহমান মিয়া আল হারবাংগিরী আল মাইজভান্ডারী (মা:জি:আ:), আহল্লা দরবার শরীফ নায়েবে সাজ্জাদানশীন হযরত আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ মাইনুল ইসলাম জুনায়েদ আল মাইজভান্ডারী (মা:জি:আ:), সাতগাছিয়া দরবার শরীফ, বড় মিঞা মঞ্জিল এর নায়েবে সাজ্জাদানশীন হযরত আলহাজ্ব মুফতি শাহছুফি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা:জি:আ:), চরণদ্বীপ দরবার শরীফ, এর নায়েবে মোস্তেজেম হযরত আল্লামা মাওলানা সৈয়দ সাইফুল্লাহ ফারুকী (মা:জি:আ:), আমির ভান্ডার দরবার শরীফ, এর আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ মোর্শেদুজ্জামান আমেরী (মা:জি:আ:), হাফেজ নগর দরবার শরীফ এর নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা আলহাজ্ব মুফতি বোরহান উদ্দীন হাফেজ নগরী (মা:জি:আ:), আমির ভান্ডার দরবার শরীফ শাহজাদা মুফতি সৈয়দ মুহাম্মদ মুশকিল কুশা আমেরী (মা:জি:আ:), আমির ভান্ডার দরবার শরীফ, হাসনাত মঞ্জিল এর সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মোজাম্মেল হক আমিরী (মা:জি:আ:), খিতাপচর রহমানিয়া দরবার শরীফ এর নায়েবে সাজ্জাদানশীন মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ আসহাব উদ্দিন (মা:জি:আ:), আজিজ ভাঙার দরবার শরীফ এর নায়েব-এ সাজ্জাদানশীন মাওলানা শাহজাদা সৈয়দ শাহীনুর আজিজ খিতাপচরী আল মাইজভান্ডারী (মা:জি:আ:) প্রমুখ।
১ম দিনের কর্মসূচি ছিল: খাজা গরীবে নেওয়াজ কনফারেন্স, রাত ১০টায় তবরুক বিতরণ। ২য় দিনের কর্মসূচি ছিল: আকর্ষনীয় কাওয়াল মাহফিল। গান পরিবেশন করেন- নারায়ণগঞ্জের বিখ্যাত কাওয়াল মনির, চট্টগ্রামের বিখ্যাত কাওয়াল আব্দুল মন্নান। কাওয়ালি শেষে তবরুক বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ