রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

ভাগবত পাঠ শুনতে চিতলমারী রাধা-গোবিন্দ মন্দিরে ভক্তবৃন্দের ঢল

চিতলমারী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে ভাগবত পাঠ শুনতে হিন্দুধর্মালম্বী ভক্তবৃন্দের ঢল নামে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাত সাড়ে ৯ টায় শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দিরে (আখড়াবাড়ি) এ ভাগবত পাঠ শুরু হয়। দক্ষিণবঙ্গের স্বনামধন্য বিদগ্ধ ভাগবত ও বিশারদ শুদ্ধ ভক্ত প্রবর কৃষ্ণ কৃপা মুর্তি বিল্বমঙ্গল দেবনাথ (দাসজী) এ ভাগবত পাঠ করেন। বাংলাদেশের সনাতনী কৃষ্ণভক্তদের কল্যান ও বাবা এবং দাদুর আত্মার শান্তি কামনায় ব্যবসায়ী গৌর সুন্দর ঘোষ এ ভাগবত পাঠের আয়োজন করেন।
ভাগবত পাঠ শুনতে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে চারিদিক থেকে অত্র উপজেলা ও উপজেলার বাইরে থেকে হিন্দুসম্প্রদায়ের নারী-পুরুষেরা ছুটে আসেন শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দিরে। রাত ৯ টার মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয় মন্দির চত্বর। রাত সাড়ে ৯ টায় ভাগবত পাঠ শুরু করেন বিল্বমঙ্গল দেবনাথ (দাসজী)। চলে গভীর রাত পর্যন্ত। এ সময় তার ধর্মীয় আলোচনায় ভক্তবৃন্দরা অশ্রæসিক্ত হয়ে পড়েন।
এ ব্যাপারে চিতলমারী আদর্শ শিশু বিদ্যানিকেতনের অধ্যক্ষ সুখময় ঘরামী ও উপজেলা প্রেসক্লাবে সাবেক সভাপতি দেবাশিষ বিশ্বাস জানান, এ ধরণের আয়োজন এলাকায় কম হয়। তাছাড়া দীর্ঘদিন পর এত সুন্দর ধর্মীয় আলোচনা শুনতে মানুষের ঢল নেমেছে।

আয়োজক গৌর সুন্দর ঘোষ বলেন, ‘কৃষ্ণ ভক্তদের জন্য এ আয়োজন। বিল্বমঙ্গল দেবনাথের কণ্ঠে ভগবানের এমন কাহিনী শুনলে ভক্তিতো আসবেই। অনুষ্ঠানে ভক্তদের আগমনে আমি আপ্লুত ও অবিভুত এবং সকলের কাছে কৃতজ্ঞ।

সুবল কর্মকার
চিতলমারী, বাগেরহাট

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ