একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে পুকুরের পানিতে পড়ে জাহিদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত জাহিদ ওই ইউনিয়নের বেথবাড়ি গ্রামের আনাসের ছেলে। ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম এ তথ্য এ প্রতিবেদককে নিশ্চিত করেন।
জানা গেছে, আজ দিন সকালে শিশু জাহিদ বাড়িতে খেলতে খেলতে বাড়ির লোকজনের অলক্ষ্যে পার্শ্ববর্তী পুকুরপাড়ে চলে যায়। এক পর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে গেলে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে সকাল ১১টার দিকে ওই পুকুরে তার ভাসন্ত মরদেহ দেখতে পায়। তারা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহাহে প্রতিবেদককে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।