সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন

টেপাখালি বাজার হইতে ৬ নম্বর কায়রা লঞ্চঘাট সড়ক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস।

কয়রা খুলনা প্রতিনিধ :মোস্তফা রেজওয়ানুল করিম :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

কয়রা খুলনা প্রতিনিধ :মোস্তফা রেজওয়ানুল করিম :

খুলনার কয়রা উপজেলায় সুন্দরবন কোয়ালিশন এর মাধ্যমে দাতা সংস্থা শেয়ার ট্রাস্ট এর সহায়তায়,MACP অর্থায়নে, ৬ নম্বর কয়রা টেপাখালী বাজার হইতে লঞ্চঘাট সংযোগ সড়কটি শুভ উদ্বোধন করেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার জনাব রুলি বিশ্বাস ,এ সময় উপস্থিত ছিলেন সি এন আর এসের ম্যানেজার মুস্তাক মাহমুদ, সি এন আর এসের টেকনিক্যাল ম্যানেজার হারুন অর রশিদ, অডি এফের চেয়ারম্যান কমলেশ মন্ডল, অডিএফের আনারুল ইসলাম (ডাবলু) , নিতাই কয়াল , সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন,

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ