রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বেতন না পেয়ে অফিস ভাংচুর।৬ মাসের কারাদণ্ড।

মালয়েশিয়া প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

মালয়েশিয়া প্রতিনিধি :

মালয়েশিয়ায় বেতন না পেয়ে এক ব্যক্তির ওপর হামলা, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং কর্মস্থলে চারা গাছ নষ্ট ও মালামাল ভাঙচুর করার অপরাধে রফিক (২৫) নামে এক বাংলাদেশিকে ২৬ মাসের কারাদণ্ড দিয়েছেন জোহর রাজ্যের ইয়ং পেং ম্যাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইয়ং পেং ম্যাজিস্ট্রেট আদালতে তিনটি অভিযোগের দোষ স্বীকারের পর বিচারক অরুন নোভাল দাস এই আদেশ দেন।

উভয় পক্ষের আপিল শুনানির পর, আদালত অভিযুক্ত বাংলাদেশিকে দণ্ডবিধির ৪২৭ ধারার অধীনে অপরাধের জন্য এক বছরের কারাদণ্ড, ৩২৩ ধারার জন্য আট মাস এবং ৫০৬ ধারার জন্য ছয় মাসের কারাদণ্ড দেন।

আদালত সূত্রে জানা যায়,
১ম: অভিযোগ অনুসারে ৭ ডিসেম্বর রাত ১০টায় জালান লাবিস-ইয়ং পেং-এ ৩৩ বছর বয়সি এক ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে আহত করার অভিযোগ আনা হয়েছিল। এরপর তাকে দণ্ডবিধির ৩২৩ ধারার অধীনে অভিযুক্ত করা হয়। যার মধ্যে এক বছরের জেল বা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

২য়: অভিযোগে, তার বিরুদ্ধে ভয় দেখানোর জন্য অপরাধমূলক হুমকি দেয়ার অভিযোগ আনা হয়েছিল এবং একই তারিখ ও একই সময়ে এই ঘটনাটি সংঘটিত হওয়ার জন্য দণ্ডবিধির ৫০৬ ধারার অধীনে অভিযোগ আনা হয়।

৩য়: অভিযোগে, ৮ ডিসেম্বর দুপুর ১২ টায় অভিযুক্ত বাংলাদেশি জালান ইয়ং পেং-এ যে কোম্পানিতে কাজ করতেন, সেই কোম্পানির ২০টি চারা গাছ নষ্ট করেন এবং মালামাল ভাঙচুর করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ