মালয়েশিয়া প্রতিনিধি।
মালয়েশিয়ায় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশিসহ দুইজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। তাদের আরেকজন ইন্দোনেশিয়ার নাগরিক। তবে গ্রেফতাকৃত বাংলাদেশির নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইস্কান্দার পুত্রি জেলা পুলিশ প্রধান, সহকারী কমিশনার এম কুমারাসান।
এসময় তিনি বলেন, গত শুক্রবার দুই সন্দেহভাজনকে ১০ লাখ টাকারও বেশি মূল্যের ইয়াবা, গাঁজা ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই ব্যক্তিই মাদক পাচারকারী দলের সহযোগী ছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।
এদিকে, দেশটির মাদকদ্রব্য আইন অনুযায়ী উভয় সন্দেহভাজনকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে রাখা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কুমারাসান আরও জানান, শহরের আশপাশে যেসব বিদেশি নাগরিক বিভিন্ন স্থানে কাজ করছেন তারাই মূলত মাদক সিন্ডিকেটের বাজার পরিচালনা করে আসছেন। এই সিন্ডিকেটের বাকি সদস্যদের গ্রেফতার করার বিষয়েও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।