বোয়ালখালী প্রতিনিধি:
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) অনুর্ধ্ব-১৭-তে বোয়ালখালী উপজেলার বালিকা দল ফাইনাল পর্যন্ত অংশগ্রহণ করায় এবং ভাল পারফরম্যান্স করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
উক্ত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) অংশগ্রহণকারী ১৫ জন খেলোয়াড়দের মাঝে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী উপহার প্রদান করা হয়।
এতে দরিদ্র ৩ জন খেলোয়াড়দের মাঝে মানবিক সহায়তা কম্বল প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো হারুন উর রশীদ।