রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার শ্রমিকের জন্য সুখবর

মালয়েশিয়া প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

মালয়েশিয়া প্রতিনিধি :

মালয়েশিয়া আসতে না পারা ১৮ হাজার শ্রমিকের মধ্যে প্রথম ধাপে মালয়েশিয়াতে প্রবেশে জন্য ৭ হাজার ৯৬৪ জনকে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।
তবে সুখবর হচ্ছে তাদের মধ্যে ৭ হাজার ৯৬৪ জন প্রথম ধাপে দেশটিতে যেতে পারবেন।
সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
তিনি বলেন, ১৮ হাজার কর্মীর মালয়েশিয়া যাওয়া নিয়ে জটিলতা তৈরি হওয়ার বিষয়টি গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ হাইকমিশনার মো. শামীম আহসান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইলকে জানান। সাইফুদ্দিন পর্যায়ক্রমে বাংলাদেশের কর্মীদের নেওয়ার জন্য যাচাই-বাছাই করতে হাইকমিশন ও মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠনের পরামর্শ দেন।
তিনি আরও বলেন, এই কমিটি গত এক মাসে দুটি বৈঠকে বসে। মালয়েশিয়ার সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর কমিটি ১৮ হাজার কর্মীর মধ্যে ৭ হাজার ৯৬৪ জনকে প্রথম ধাপে দেশটিতে যাওয়ার জন্য বাছাই করে।
কবে নাগাদ ও কীভাবে এই ৭ হাজার ৯৬৪ জন কর্মী মালয়েশিয়া যেতে পারবেন, এই প্রশ্নে মুখপাত্র বলেন, এটা কারিগরি কমিটি ঠিক করছে।

উল্লেখ্য:-পাম বাগানের কলিং ভিসার সময়সীমা ২ মাস বাড়ানো হয়েছে।
৩১ মার্চের মধ্যে ফ্লাইট সম্পন্ন করতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ