বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

খুটাখালীর মাদক কারবারী নুরুল আবছার  ৭হাজার ইয়াবাসহ কেরানী হাটে আটক।

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি

র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার চকরিয়া হতে একটি সিলভার/এ্যাশ রঙের টয়োটা মাইক্রো (ঢাকা মেট্রো-চ, ১৩-৮১১৬) যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৭ আগস্ট ২০২৪ তারিখ অনুমান ২৩.৪৫ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন কেরানীহাট মেসার্স নিজাম উদ্দীন এন্ড ব্রাদার্স, ডিলার-যমুনা অয়েল কোং লিঃ পাম্পের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনা করে। উক্ত স্থানে চেকপোষ্টে তল্লাশী করার একপর্যায়ে থামানোর সংকেত দিলে গাড়ীটি থামা মাত্রই র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে তাৎক্ষনিক মাইক্রোর ড্রাইভার মাইক্রো থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা কালে র‌্যাবের আভিযানিক টিম নুরুল আবছার নামে এক মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীত উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ৭,০০০ (সাত হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

৩। গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়-নুরুল আবছার (৪৬), পিতা-মৃত আবুল শ্যামা, মাতা-মৃত গুল বাহার, সাং-মাদ্রসা পাড়া, ফুলছড়ী, খুটাখালী, খুটাখালী ইউনিয়ন, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী বেশ কিছু দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইয়াবার ব্যবসা করে আসছে বলে জানায়। সে দীর্ঘদিন যাবত কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে পাইকারী দামে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় বেশী দামে বিক্রি করতো।

৪। উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সাতকানিয়া থানায় এজাহার দাখিল করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ