শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন

বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে কর্মী সম্মেলনে ৫ লাখ লোক সমাগম করবে জামায়াত।

আবু সাঈদ রেশাদ বরিশাল প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

আবু সাঈদ রেশাদ বরিশাল প্রতিনিধি।

“বরিশাল মহানগর আমির জহির উদ্দিন মু. বাবর বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘ ১৭ বছরের মজলুমের সংগঠন। আমাদের কোনো বক্তব্য জাতির সামনে উত্থাপন করতে পারিনি। নানাভাবে আমাদের নিপীড়ন করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনেরও কোনো সুযোগ ছিল না। দেশের নাগরিক হিসেবে দেশের ন্যূনতম কোনো নাগরিক সুবিধাও পাইনি। ব্যক্তিগতভাবে, দলগতভাবে নানা বঞ্চনার শিকার ছিলাম। আমাদের দলের পাঁচজন নেতাকে আদর্শিকভাবে না পেরে জুডিসিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমাদের আরও ছয়জন নেতাকে জেলে মৃত্যুবরণ করতে হয়েছে। বাংলাদেশ আজ স্বাধীন। আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো ফাঁসির হুকুম নিয়ে কারাগারে আছেন। জামায়াতে ইসলামীকে নিবন্ধন বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় অফিসসহ সারাদেশের ইউনিট অফিসগুলো বন্ধ ছিল। জানাজার নামাজেও আমরা যেতে পারতাম না।

জহির উদ্দিন মু. বাবর আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এই সুবাদে জামায়াতে ইসলামী তাদের বক্তব্যগুলো, জামায়াতে ইসলামী সম্পর্কে মানুষের মাঝে যে ভীতি, মিথ্যাচার, প্রপাগান্ডা, ব্লেম গেইম আছে, তা জাতির সামনে তুলে ধরার জন্য জামায়াতের আমির সারাদেশে কর্মী সম্মেলন করছেন। তারই ধারাবাহিকতায় ২১ জানুয়ারি বরিশালে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের মাধ্যমে জামায়াতে ইসলামীর বক্তব্য সকলের কাছে তুলে ধরা হবে।

তিনি বলেন, ২১ জানুয়ারি বরিশাল মহানগর ও জেলার সমন্বয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলা ও মহানগরে প্রায় পাঁচ লাখ কর্মী-রোকন আছেন। তাদের সবাইকে উপস্থিত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বরিশালবাসী অধীর আগ্রহে আছেন জামায়াতে ইসলামীর আমিরের জনসমাবেশে যোগ দিতে। সাধারণত কর্মী সম্মেলন একটি ইনডোর কর্মসূচি হলেও আমাদের কর্মী সংখ্যা বেশি হওয়ায় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে এ সম্মেলন আয়োজন করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ