শরিফুল ইসলাম, রামগঞ্জ, লক্ষীপুর
রামগঞ্জে শত কোটি টাকা ব্যয়ে উপজেলার ভোলাকোট ইউনিয়নের উদয়পুর গ্রামে গড়ে উঠছে রহিমা খাতুন মাদ্রাসা৷ বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ফরিদ আহমেদ ভূইয়া তাঁর মায়ের নামে মদিনা ইসলামি বিশ্ববিদ্যায়ের কারিকুলামে এবং বাংলা,ইংরেজি ও আরবি ভার্সনে লেখা পড়ার লক্ষ নিয়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠান করছেন৷ বুধবার(১৫ জানুয়ারি) মাদ্রাসার নির্মান কাজ পরিদর্শন করেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদ ভূইয়া ৷
জানা যায়, ২০২৬ সালে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম চালু করার লক্ষ নিয়ে ৪ একক সম্পত্তির উপর ২৪ হাজার বর্গফুট আয়তনের অাধুনিক ও দৃষ্টিনন্দন মাদ্রাসাটি দেশখ্যাত মিরপুর সিরামিক দিয়ে দ্রুত গতিতে কাজ চলছে৷ আগামী ২/৩ মাসের মধ্যে নির্মান কাজ শেষ হবে৷ সম্পত্তিসহ মাদ্রাসাটি নির্মানে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১শত কোটি টাকা৷
শিক্ষাখাতে উন্নয়নে লক্ষ নিয়ে ফরিদ আহমেদ ভূইয়া তাঁর জীবনে অর্জিত অর্থের সিংহভাগ তাঁর ছেলের নামে গড়া আবদুর রহমান ট্রাস্টে দান করেন৷ উক্ত ট্রাস্টের অঙ্গ প্রতিষ্ঠান হিসাবে মাদ্রাসাটি পরিচালিত হবে৷