আবু সাঈদ রেশাদ বরিশাল প্রতিনিধি।
“বরিশালের পাইকারি বাজারে অন্যান্য সবজির বেচাবিক্রি ভালো হলেও তিন সবজি (ফুলকপি-বাঁধাকপি-শালগম) নিয়ে বিপাকে পড়েছেন বহুমুখী সিটি মার্কেটের ব্যবসায়ীরা। রোববার (১৯ জানুয়ারি) সকালে বরিশালের একমাত্র সবজির পাইকারি বাজার খ্যাত বহুমুখী সিটি মার্কেটের বিভিন্ন আড়ত ঘুরে বিষয়টি জানা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, এবার দেশের বিভিন্ন স্থানে সবজির উৎপাদন ভালো হওয়ায় দাম কমে এসেছে। এরমধ্যে ফুলকপি-বাঁধাকপি-শালগমের দাম এতটাই কমেছে যে বেচাবিক্রি না হওয়ায় প্রায় প্রতিদিনই বস্তা ভরে ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছেন, বেশ কিছু দিন ধরেই ফুলকপি ৫-৬ টাকা কেজি, বাঁধাকপি ৬-৭ টাকা কেজি ও শালগম ২-৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবার এই সবজির সরবরাহ পর্যাপ্ত পরিমাণে হওয়ায় ক্রেতা মিলছে না। ফলে ক্রেতাদের আগ্রহ না থাকায় আড়তে থেকে বস্তায় পচে যাচ্ছে।
বহুমুখী সিটি মার্কেটের ব্যবসায়ী দুলাল বাণিজ্যালয়ের মালিক আমিন শুভ জাগো নিউজকে জানান, গত কয়েকদিন ধরেই ফুলকপি, বাঁধাকপি ও শালগম কিনছে না কেউ। এসব সবজি নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে আড়তদারদের। এই তিন সবজি এখন বিক্রি হচ্ছে না বললেই চলে। ফলে বেশ কিছুদিন ধরেই এর লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।
সিটি মার্কেটের আরেক ব্যবসায়ী বাবুল বাণিজ্যালয়ের মালিক বাবুল হোসেন হাওলাদার বলেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে ফুলকপি, বাঁধাকপি ও শালগমের বিক্রি নেই। অবস্থা এমন দাঁড়িয়েছে যে এসব সবজি আনা নেওয়ার গাড়ি ভাড়া পর্যন্ত উঠছে না।
তবে বাজারে অন্যান্য সবজির দাম রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। এর মধ্যে টমেটো ২০-২২ টাকা কেজি, কাঁচামরিচ ২৫-৩০ টাকা কেজি, লাউ আকার ভেদে ১৫-২০ টাকা পিস, গাজর প্রকার ভেদে ১০-২০ টাকা কেজি, সিম প্রকার ভেদে ৫-১০ টাকা কেজি, বেগুন আকার ভেদে ১৫-২৫ টাকা কেজি, করোলা ২০-৩০ টাকা কেজি, মুলা ৩-৫ টাকা