মোঃ রমিজ আলী,সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও বর্তমান চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।সোমবার (১৯ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আসলাম চৌধুরীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আসলাম চৌধুরীর জামিন দীর্ঘদিন যাবৎ স্থগিত ছিল।
২০১৬ সালের ২৬ মে ইসরায়েলের ক্ষমতাসীন দলের এক সদস্যের সঙ্গে মিলে বাংলাদেশে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বর্তমান চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আসলাম চৌধুরী আট বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দি। তার বিরুদ্ধে মিত্যা ৭৬টি নাশকতা, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা, দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও চেকের মামলা রয়েছে। তিনি ৭৬টি মামলায়ই জামিন পেয়েছেন। তবে রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন চেম্বার জজ স্থগিত করার কারণে এতদিন মুক্তি পাননি তিনি।
এদিকে তাঁর জামিনে খুশি সীতাকুণ্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা।সীতাকুণ্ডের মাটি ও গণ মানুষের আস্তার প্রতীক অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীকে স্বৈরশাসকের মিত্যা মামলায় দীর্ঘ ৮ বছর যাবৎ বিভিন্ন নির্যাতন করেন। সীতাকুণ্ড বাসি বর্তমান চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপির নির্বাহী কমিটির সাবেক যুগ্ন মহাসচিব জননেতা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীকে দেখার জন্য অপেক্ষার দিন গুনছে।