সোমবার, ১৬ জুন ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

কটিয়াদীতে উন্মুক্ত পৌর কবরস্থান এখন কলাবাগান ;দেখার যেন কেউ নেই! 

মোঃ জজ মিয়া কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি,
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে

মোঃ জজ মিয়া
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি,

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসল্লা গ্রামে প্রায় শত বৎসরের উন্মুক্ত কবরস্থান জবরদখলের অভিযোগ ওঠেছে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০০৪ সালে এলাকার সর্বস্তরের মানুষের দাফনের জন্যে আনোয়ার হোসেন গংরা উন্মুক্ত কবরস্থান হিসেবে  কটিয়াদী পৌরসভার নামে ৫.৯৩শতাংশ জমি দান কাওলা দলিল করে দেন।যাহার নং:-১৩২৮।

আরো জানা যায়, সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ তার আমলে পৌরসভার বাজেটে পৌর কবরস্থান হিসেবে দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে কবরস্থানের সংস্কার কাজ করেন।

এ বিষয়ে হালুয়াপাড়া গ্রামের জজ মিয়া,  মোঃ সবুজ মিয়া ও এরশাদ মিয়া জানান,তাদের  বাবা-মা ও আত্মীয় স্বজনদের এই কবরস্থানে দাফন করা হয়েছে।এটি অনেক আগে থেকেই উন্মুক্ত পৌর কবরস্থান হিসেবে সবাই জানতো কিন্তু এখন মসল্লা গ্রামের মোস্তুফা মিয়া  এই কবরস্থান জবরদখল করে কলাবাগান করেছেন।তারা সরকারের কাছে সুষ্ঠু বিচার প্রার্থনা করেন।

কবরস্থানের নামে জমি দাতা আনোয়ার হোসেন গংদের সাথে কথা বলে জানা যায়, তারা জমিটি সর্বস্তরের মানুষের দাফনের জন্য পৌরসভার নামে দলিল মারফত দান করে দিয়েছেন।বর্তমানে মোস্তফা গংরা জোরপূর্বক জবরদখল করে কবরস্থানে কলাবাগান করেছেন।

এছাড়াও সুষ্ঠু বিচারের জন্যে তারা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে কটিয়াদী পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ