শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

স্বামীর হাতে স্ত্রী খুন

নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রাম ফ্রী বোট এলাকায় গত ১৪/০৮/২৪ তারিখে মধ্যরাতে, শামীম মোঃ পেয়ার আহমদ রিপন এর হাতে -স্ত্রী মোছাম্মদ হালিমা খুন হান, ঘটনা সূত্রে জানা যায় পেয়ার আহমদ রিপন ও ২০১৪ সালে তাদের পারিবারিক ভাবে তাদের বিবাহ হয়। তাদের ঘরে ৭ বছরের একটি কন্যা সন্তান ও ২ বছরে ৬ মাসের একটি ছেলে সন্তান আছে। বিয়ের পর থেকে মোঃ রিপন, হালিমাদের বাড়িতে বসবাস করেন আসছেন, রিপন অনেকটা অলস প্রকৃতির হওয়াল কারণে তেমন আয়রোজগার নেই শশুরে ইনকামের উপরে চলে এবং সে এলাকায় কিছুদিন থাকার কিছু লোকজনের কাছে পরিচিত হয়ে ওঠে সেই সুবাদে এলাকা অনেকের কাছ থেকে ধারধার করে প্রায় 4-5 লক্ষ হাজার টাকা নিয়ে উধাও হয়ে যায় পরবর্তীতে জানাজানি হলে, হালিমা গ্রাম ছেড়ে চট্টগ্রাম শহরে একটা গার্মেন্টসে যোগদান করে তার কিছু ঋণ পরিশোধ করে এবং কিছুদিন আগে তার উপরে চাপ সৃষ্টি করে থাকে তাকে নগদ আরো টাকা দেয়ার জন্য সে ব্যবসা করবে, এতে দুজনের কথা কাটাকাটির বেশ কিছুদিন যাবতই চলতেছে ধরে গত ১৪/০৮/২৪ তারিখে দিবাগত রাতে হালিমাকে ঘুমের মধ্যে হত্যা করে, হত্যাকারী পালিয়ে যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ