1. admin@alorbangladesh.com : Alor Bangladesh : Dainnik alor Bangladesh
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে বাকৃবির ৬৪তম প্রতিষ্ঠা দিবস পালিত

বাকৃবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

বাকৃবি প্রতিনিধি:

বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ ও ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬৪তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) দিবসটি উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বাকৃবি শিক্ষক সমিতি। কর্মসূচির অংশ হিসাবে সকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, আবাসিক হল ও অন্যান্য ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সাড়ে ১১ টার দিকে একটি আনন্দ র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবন সংলগ্ন আমতলা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। পরে ১২টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন বাকৃবির ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. খন্দকার মো. মুস্তাফিজুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার, বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীসহ কেবি স্কুলের শিক্ষার্থীরা। এরপর উপাচার্যের বাসভবন সংলগ্ন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদ ও উপাসনালয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

***************
মো. জাহিদ হাসান
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
০১৯৬৭৪৩২০৭৮

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD