শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

একটি নিখোঁজ সংবাদ

মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাঙ্গুনিয়া চট্টগ্রাম।
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে

মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাঙ্গুনিয়া চট্টগ্রাম।

একটি মাদ্রাসা শিক্ষার্থী হারানো গিয়েছে ১৮/০৮/২০২৪ ইং তারিখ রোজঃ রবিবার ফজরের পর থেকে পাওয়া যাচ্ছে না তাকে
➡নাম মোহাম্মদঃ ইফতিয়াজ মামুন রাইসুল
➡পিতার নামঃ মোহাম্মাদ মামুন
➡মাতার নামঃ রোকসানা আকতার
বয়স : ১৩ বছর
ঠিকানাঃ রাঙ্গুনিয়া, কাউখালি সেংখালী ৭নং বেতাগী,৮নং ওয়ার্ড।
জানাযায়, আজ সকাল ফজরের নামাজের পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে জানতে চাইলে নিখোঁজ মোহাম্মাদ ইফতিয়াজ মামুন রাইসুল এর খালাতো ভাই বলেন, সে মাদ্রাসায় ছিল প্রতিদিনের মতো মাদ্রাসায় ফজরের নামাজ পড়তে ডেকে দেওয়া হয়। কিন্তু আজ সে নামাজ পড়তে গিয়ে আর ক্লাসে আসে নাই। পরে মাদ্রাসা থেকে তার শিক্ষক আমাকে ফোন করে জানান তাৎক্ষনাৎ আমরা চারদিকে খোঁজাখুজি করি, কিন্তুু এখনো তার কোন খবর পাইনি। এই নিয়ে এখনো থানায় কোন জিডি করা হয়নি
তিনি দেশবাসী সকলের কাছে অনুরোধ করলেন যেন এই নিউজ সকলে শেয়ার করে যাতে তাই খালাতো ভাইয়ের সন্ধান পাই।

যদি কোন হৃদয়বান ব্যাক্তি তার খোঁজ পেয়ে থাকেন যোগাযোগ করতে বলা হয়েছে
যোগাযোগ নং 8801619236685 _01838929490

সকলেই এই পোস্টি শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের কারণে হারানো সন্তান বাবা-মার কোলে ফিরে আসতে পারে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ