রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু

মো:রমিজ আলী, সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,
সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কে মোটরসাইলেক দুর্ঘনায় এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৩ সেপ্টম্বর) সকাল ১১টার দিকে সীতাকুণ্ড পৌরসভার শেখপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ব্যাক্তির নাম আনোয়ার হোসেন। উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাকের ছেলে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান বলেন, বাড়ি থেকে সীতাকুণ্ড পৌর সদরে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন আনোয়ার হোসেন।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের অফিসার ইনর্চাজ আব্দুল হাকিম আজাদ বলেন, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কের শেখপাড়া এলাকায় চট্টগ্রামমুখী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।নিহত ব্যাক্তিকে তার পরিবারের লোকজন বাড়ি নিয়ে গেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ