রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

সিরাজগঞ্জে গাছের সঙ্গে বেঁধে নারী নি’র্যাতনের অভিযোগ।

সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম।
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম।

সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়নের পশ্চিম মথুরাপুর গ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নি’র্যাতনের অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

এ ঘটনায় জুলেখা বেগম (৩৮) বাদী হয়ে ১৪ জনকে আসামি করে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে পশ্চিম মথুরাপুর গ্রামের মো. লিটন, বাবু মিয়া, আব্দুর রাজ্জাকসহ অন্যরা সংঘবদ্ধভাবে সুজাপুর মৌজায় ভুক্তভোগীর স্বামীর ওয়ারিশ সূত্রে পাওয়া প্রায় ২০ শতক জমির মধ্যে ১২ শতক জমিতে জোরপূর্বক টিন ও বাঁশ দিয়ে বসতবাড়ি নির্মাণ শুরু করে।

এতে বাধা দিতে গেলে অভিযুক্তরা জুলেখা বেগম ও তার পরিবারের সদস্যদের মারধর করে। একপর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধে ভয়ভীতি দেখিয়ে জমি দখল করে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রকাশ্যে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন,লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ