রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

দিরাইয়ে শরীফ উসমান হাদী হত্যার বিচার ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, গোলাম জিলানী (দিরাই):
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, গোলাম জিলানী (দিরাই):

শরীফ উসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সুনামগঞ্জের দিরাইয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) বিকাল ৫টার দিকে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিলশাহ বাজারে এ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা আতাহার আলী রাহাত, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী; দিরাই উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রধান সমন্বয়কারী উবায়দুল্লাহ তাহমিদ; জুলাই গণঅভ্যুত্থানে রাজপথের সৈনিক ফরিদ আহমদ; বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দিরাই উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জাকির হোসেন তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে শরীফ উসমান হাদী হত্যার সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দেন।

দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের সদস্য ও সাংবাদিক কামরুল হাসান মিটুর সঞ্চালনায় কর্মসূচি পরিচালিত হয়। শেষে কাজী আব্দুল আওয়ালের মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘটে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ