শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

দিরাইয়ে ৭ লিটার দেশীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১ মাদকবিরোধী অভিযানে তৎপর দিরাই থানা পুলিশ

স্টাফ রিপোর্টার গোলাম জিলানী দিরাই :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার গোলাম জিলানী দিরাই :

সুনামগঞ্জের দিরাই উপজেলায় মাদকবিরোধী অভিযানে সাফল্য অর্জন করেছে দিরাই থানা পুলিশ। উপজেলার শ্যামারচর গ্রাম থেকে ৭ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ শামসুল হক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মোঃ শামসুল হক মৃত আব্দুল জলিলের পুত্র। তিনি দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, দিরাই উপজেলায় মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামারচর এলাকায় একটি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই শেষে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আসামির হেফাজত থেকে অবৈধভাবে সংরক্ষিত ৭ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত দেশীয় মদ বিভিন্ন পাত্রে সংরক্ষিত ছিল বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার শেষে আইনানুগভাবে আলামত জব্দ করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হয়। ঘটনাস্থলেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ও আইনি প্রক্রিয়া পুলিশ জানায়, উদ্ধারকৃত মদের পরিমাণ ও ঘটনার প্রেক্ষাপটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আজ সকালে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে দিরাই আমলি আদালতে সোপর্দ করা হয়েছে।

দিরাই থানা পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান,
“মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। দিরাই উপজেলায় মাদক সংরক্ষণ, পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, জনসাধারণের সহযোগিতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। কেউ মাদক সংশ্লিষ্ট কোনো তথ্য পেলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

স্থানীয়দের প্রতিক্রিয়া শ্যামারচর এলাকার স্থানীয় বাসিন্দারা পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, দেশীয় মদসহ বিভিন্ন মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে যুবসমাজ মাদকের কারণে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। পুলিশের নিয়মিত অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়ে আনবে বলে তারা আশাবাদী।

মাদক পরিস্থিতি ও সামগ্রিক চিত্র সাম্প্রতিক সময়ে দিরাইসহ আশপাশের হাওরাঞ্চলে দেশীয় মদ ও অন্যান্য মাদকদ্রব্যের ব্যবহার বৃদ্ধি পেয়েছে বলে বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করে আসছে। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম ও অভিযান পরিচালিত হলেও কিছু অসাধু চক্র গোপনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি না পেলে মাদক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

দিরাই থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো প্রকার রাজনৈতিক বা সামাজিক চাপ উপেক্ষা করে আইনের আওতায় এনে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দিরাই উপজেলায় ৭ লিটার দেশীয় মদ উদ্ধারের ঘটনা মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতার একটি উদাহরণ। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ