মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

কালিয়াকৈর মডেল প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

উসমান গনি গাজীপুর প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

উসমান গনি গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি ইমারত হোসেন, সম্পাদক হুমায়ুন কবীর ও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আফজাল হোসেন দৈনিক নতুন দিন পত্রিকা কালিয়াকৈর প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সোমবার কালিয়াকৈর মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ফখরুল হোসাইন।

সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার। এসময় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার ও উপজেলা ভুমি অফিসের কানুনগো আব্দুল আলীম, অপর নির্বাচন কমিশনার ও দীপ্ত টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি, প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ বিভিন্ন প্রেসক্লাবের নেতৃ বৃন্দ। 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ