সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আনিসুর রহমান আনাস চান্দিনা কুমিল্লা।
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

আনিসুর রহমান আনাস চান্দিনা কুমিল্লা।

১১ই নভেম্বর, কুমিল্লা চান্দিনা উপজেলা,প্রেস ক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়, মঙ্গলবার বিকেল ৩টায় চান্দিনা উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক,তিনি বলেন, দেশের মানুষ সাংবাদিকদের সংবাদকে বিশ্বাস করে এবং গুরুত্ব দেয়,তাই সাংবাদিকদের দায়িত্ব হলো যাচাই-বাছাই করে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা,বস্তুনিষ্ঠ সংবাদ মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করে এবং সত্য জানতে সাহায্য করে।

সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার মফিজ উদ্দিন ভূঁইয়া,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চান্দিনা পৌরসভার সাবেক মেয়র শাহ মোহাম্মদ আলমগীর খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মোঃ আরশাদ, কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক জসীম উদ্দীন কনক, কুমিল্লা ক্রাইম বার্তার সম্পাদক রেজাউল করিম রেজা, এবং মোহনা টিভির কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মোঃ শাহাব উদ্দিন প্রমুখ।

দৈনিক আলোর বাংলাদেশ পত্রিকার সাংবাদিক,আনিসুর রহমান আনাস এর সঞ্চালনা,বক্তব্য রাখেন।

চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান ইমরান, সাধারণ সম্পাদক শাহজালাল সরকার সাজু, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতসহ অন্যান্যরা।

সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি একেএম আজাদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মাজহারুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার পারভেজ শিমুল, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক মোঃ আবুল খায়ের, সহ অর্থ সম্পাদক নূর মোহাম্মদ শ্রাবণ, প্রচার সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মোঃ রবিউল হাসান, আইন বিষয়ক সম্পাদক এটিএম ইমদাদুল ইসলাম এবং নির্বাহী সদস্য ,দৈনিক আলোর বাংলাদেশ সাংবাদিক ,মোঃ আনিছুর রহমান আনাস, মোঃ ইব্রাহিম তাহসান, মোঃ মোশারফ হোসেনসহ জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভা শেষে অতিথিবৃন্দ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও সফলতার শুভকামনা জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ