সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

সাতকানিয়ায় রোহিঙ্গা পরিবারকে জন্মসনদ দেওয়ার অভিযোগ।

আবুল কাশেম, স্টাফ রিপোর্টার সাতকানিয়া চট্টগ্রাম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

আবুল কাশেম, স্টাফ রিপোর্টার সাতকানিয়া চট্টগ্রাম।

মোটা অঙ্কের টাকা দিলেই পাওয়া যাচ্ছে জন্ম নিবন্ধন। ভুয়া ঠিকানা ব্যবহার করে টাকার বিনিময়ে এসব জন্ম নিবন্ধন চলে যাচ্ছে রোহিঙ্গাসহ অপরাধীদের হাতে। তৈরি হচ্ছে পাসপোর্টও। বাংলাদেশি পরিচয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে রোহিঙ্গারা। আর এসব অপকর্মে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাদের সচিবরা জড়িত।

সম্প্রতি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এক রোহিঙ্গা পরিবারের সদস্যদের জন্ম সনদ দেওয়ার অভিযোগ উঠেছে কেওচিয়া ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে। ওই জন্ম সনদে সাবেক চেয়ারম্যান মনির আহমদ এবং সাবেক সচিব অসিমের স্বাক্ষর রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় রোহিঙ্গা হোসেন আহমদ দীর্ঘদিন আগে বাংলাদেশে প্রবেশ করে কেওচিয়া ২নং ওয়ার্ড নয়া পাহাড়ে ছয় ছেলেমেয়ে নিয়ে বসবাস করে আসছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্যকে মোটা অংকের টাকা দিয়ে জন্ম সনদ সংগ্রহ করেছে বলে শিকার করেন রোহিঙ্গা হোসেন আহামদ। বর্তমানে সুলতান আহামদ নামে এক ছেলের সাথে পশ্চিম বাজালিয়ার এক মেয়ের সাথে বিয়ে করান। জানা যায় সুলতান আহামদ এর আগে এক রোহিঙ্গা মেয়েকেও বাংলাদেশি পরিচয়ে বিয়ে করেন ঐ ঘরেও একটি সন্তান রয়েছে, তবে ঐরোহিঙ্গা মেয়েকে দিনের পর দিন মারধরসহ নানান নির্যাতন সোসেন আহামদ সহ তার পরিবার। নির্যাতন করে ঐ রোহিঙ্গা মেয়েকে কুতুপালং ক্যাম্পে পাটাই দেয় সুলতান আহামদ। কোন রকম ডিভোর্স ছাড়া উপজেলার পশ্চিম বাজালিয়া থেকে বাংলাদেশী এক মেয়েকে বিয়ে করে সংসার করছেন সুলতান আহামদ। সুত্রমতে জানা যায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া জম্ম সনদে বর্তমানে বাংলাদেশী পরিচয়ে স্থানীয়দের সাথেও বিভিন্ন সময় হুমকি স্বরুপ আচরন করে আসছে হোসেন আহামদ।

কিভাবে রোহিঙ্গারা জন্ম সনদ পেল এ বিষয়ে সাবেক চেয়ারম্যান মনির আহমদের কাছে জানতে চাইলে তিনি এসব বিষয়ে জানেন না বলে। তৎকালীন সেক্রেটারি অসীমের কাছে জানতে চাইলে তিনিও কোন সদুত্তর দিতে পারেননি

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় বিভিন্ন চুরি ডাকাতি বেড়েই চলছে, প্রায় সময় রাতে অপরিচিত লোকজন পাহাড়ে যাতায়াত করে মনে হচ্ছে রোহিঙ্গারাই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে এলাকায় যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত সাতকানিয়া উপজেলা প্রশাসনকে রোহিঙ্গাদের ব্যাপারে আইনাগত ব্যবস্থা নিয়ে এলাকায় রোহিঙ্গামুক্ত করার দাবি জানান সচেতন মহল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ