সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

দিনাজপুর সদর আসনে বেগম খালেদা জিয়া প্রার্থী ঘোষণা, জেলায় আনন্দের বন্যা

মোঃ সালাম রাব্বানী স্টাফ রিপোর্টার,দিনাজপুর
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

দিনাজপুরের মেয়ে ও জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীর তালিকা প্রকাশ করেন।

এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়সহ পুরো শহরে আনন্দের বন্যা বইতে থাকে। নেতাকর্মীরা দোয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন শেষে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ মিছিল বের করেন।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

নেতারা বলেন, “দিনাজপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করব।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ