সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

কয়রায় কাঁকড়া কল্যাণ সমবায় সমিতির আয়োজনে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

কয়রা (খুলনা) প্রতিনিধি:মোস্তফা রেজওয়ানুল করিম :
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

কয়রা (খুলনা) প্রতিনিধি:মোস্তফা রেজওয়ানুল করিম :

খুলনার কয়রায় কাঁকড়া কল্যাণ সমিতির আয়োজনে লাখ টাকার চার দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর (শনিবার) বিকেলে উপজেলা সদরের কপোতাক্ষ মহাবিদ্যালয় মাঠে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী।

উপজেলা কাঁকড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি যুবদল নেতা আহাদুর রহমান লিটনের সভাপতিিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান। বিশেষ অতিথি ছিলেন,কয়রা থানার ওসি (তদন্ত) মোঃ শাহ আলম,উপজেলা যুবদল নেতা মোহতাসিম বিল্লাহ,কয়রা বাজার কমিটির সভাপতি জুলফিকার আলম।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কাকড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক যুবদল নেতা আসাদুল হক ।

উদ্বোধনী খেলায় মিনিস্টার শোরুম কয়রা দল শক্তিশালী প্রতিপক্ষ কলারোয়া ফুটবল একাডেমি (সাতক্ষীরা)-কে ৩–০ গোলে পরাজিত করে জয়লাভ করে।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। মাঠে স্থানীয় ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড় খেলার আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

মিনিস্টার শোরুম কয়রা দলের তারকা স্ট্রাইকার রাজু একাই তিনটি গোল করে ম্যাচে হ্যাটট্রিক অর্জন করেন। প্রথমার্ধেই দুটি গোল এবং দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মধ্যে তৃতীয় গোল করে দলের নিরঙ্কুশ জয় নিশ্চিত করেন তিনি।খেলাটি পরিচালনা করেন মোক্তার হোসেন মিঠু। ধারাভাষ্য ছিলেন, কয়রার বিশিষ্ট ভাষ্যকর মেজবাহ উদ্দিন ও আশরাফ হোসেন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা ও এলাকায় ক্রীড়া চর্চা জোরদার করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে ইতিবাচক পথে এগিয়ে নেবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ