
লক্ষ্মীপুর প্রতিনিধি মোঃ শাকিল হোসেনঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর ২০২৫ রোজ শনিবার বিকেল ৩টায় লক্ষ্মীপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় তাঁতি দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং কর্মসূচির মূল বার্তা তুলে ধরেন।
নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা হিসেবে কাজ করবে।