মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন

জ্যৈষ্ঠপুরা শাক্যমুনি বিহারে দানসভায় ট্রাষ্টি রুবেল মহামতি গৌতম বুদ্ধ কখনো যুদ্ধকে সমর্থন দেননি বলেই ‘অহিংসা পরম ধর্ম’ নীতির কথা বলেছেন

বোয়ালখালী প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া বলেছন – মহামতি গৌতম বুদ্ধ কখনো যুদ্ধকে সমর্থন করেননি, তাই তিনি “অহিংসা পরম ধর্ম” নীতিতে বহুজন সুখায়-বহুজন হিতায় কামনায় বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন। তাই বহুজন সুখায় ও হিতের জন্য আমাদেরকে কাজ করতে হবে। এজন্য সকলকে মহামতি গৌতম বুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে জীবন যাপন করতে হবে।

তিনি গতকাল বিকালে বোয়ালখালী উপজেলার ৮ নং শ্রীপুর -খরণদ্বীপ ইউনিয়নের ঐতিহ্যবাহী জ্যৈষ্ঠপুরা শাক্যমুনি বিহারের দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখতে গিয়ে উল্লেখিত কথাগুলো বলেন। করল সুমঙ্গল বিহারের অধ্যক্ষ ভদন্ত সোমানন্দ মহাস্থবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উদ্বোধক ছিলেন-জ্যৈষ্ঠপুরা শাক্যমুনি বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনানন্দ মহাস্থবির। আশির্বাদক ছিলেন- ভদন্ত প্রজ্ঞাসার মহাস্থবির, ভদন্ত পি লোকানন্দ মহাস্থবির, ভদন্ত শরণসেন মহাস্থবির, ভদন্ত জিনরতন মহাস্থবির, ভদন্ত জিনপ্রিয় মহাস্থবির। প্রধান জ্ঞাতি ছিলেন- চট্টগ্রাম বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের পরিচালক ভদন্ত বোধিমিত্র মহাস্থবির। বিহারের উপাধ্যক্ষ ভদন্ত রত্নপ্রিয় ভিক্ষুর সাবলিল উপস্থাপনায় এতে মূখ্য আলোচ্যক ছিলেন- উত্তর হাসিমপুর বন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞানন্দ থের। ধর্মদেশক ছিলেন- ভদন্ত শুভানন্দ থেরো, ভদন্ত দীপানন্দ থেরো, ভদন্ত সুৃমনশ্রী ভিক্ষু।

সরকারী সিটি কলেজের প্রভাষক প্রভাত বড়ুয়ার স্বাগত বক্তব্য ও
অবসরপ্রাপ্ত পুলিশ বাবু খোকন বড়ুয়ার পঞ্চশীল প্রার্থণায় এতে বিশেষ অতিথি ছিলেন- দানশীল ব্যক্তি কমল বড়ুয়া, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক ডা: মিহির বরণ বড়ুয়া।

সভাশেষে বিশ্বশান্তি কামনায় প্রদীপ পূজা-ফানুস উত্তোলন ও বুদ্ধ সংকীর্তন পরিবেশিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ