মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

ধর্মপাশায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশায় চৌকি আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন স্বামী-স্ত্রীর মধ্যে চলমান মামলার হাজিরা দিতে আদালতে উপস্থিত হন ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামের হেকিম মির্জার ছেলে মো. আক্তার হোসেন (৪০) এবং তার স্ত্রী মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের মৃত রহমানের মেয়ে শরীফা আক্তার। আদালত প্রাঙ্গণে অবস্থানকালেই আক্তার হোসেন পেছন দিক থেকে শরীফাকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত অবস্থায় শরীফাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ময়মনসিংহ যাওয়ার পথে শরীফা আক্তার মারা যান। নিহত শরীফা আক্তার তিন বছরের এক কন্যা সন্তান আরবীকে রেখে গেছেন।

ঘটনার পর পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতা ঘাতক আক্তার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসামিকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ