ক্রাইম রিপোর্টার বান্দরবান।
বান্দরবানে পনের দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া ম্রো নামে এক উপজাতির ছেলে নিখোঁজ রয়েছেন!। সে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাই মৌজার হেডম্যান সিংপাস ম্রো এর সন্তান। সে বান্দরবান কালেক্টর স্কুলের ৯ম শ্রেনীর ছাত্র। বাবা মা সহ আত্মীয় স্বজনরা অনেক খোঁজাখুঁজির পরও এখন পাওয়া যায়নি। তার পিতা অসহায় হয়ে বান্দরবান সদর থানায় একটি সাধারণ ডায়েরী করছেন। জিডি নং ১৩৪৫ তারিখ ২৭/০৯/২০২৫
এ বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসুদ পারভেজ জানান নিখোঁজ ভিকটিম কে উদ্ধারের জন্য পুলিশ টিম সর্বক্ষণ চেষ্টা চালাচ্ছে