বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

এনসিপি নেতা মাহবুব আলমের প্রচেষ্টায় ‎রামগঞ্জে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অনুমোদন।

‎ ‎রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে


‎রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

‎দীর্ঘ অপেক্ষার পর অবশেষে অনুমোদন পেল রামগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। চার বছর ধরে প্রশাসনিক জটিলতায় আটকে থাকা প্রতিষ্ঠানটির অনুমোদন সম্প্রতি প্রদান করা হয়েছে। জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের ব্যক্তিগত উদ্যোগ ও নিয়মিত তদবিরেই এ সাফল্য অর্জিত হয়েছে।

‎পৌরসভার টামটা মৌজায় প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত জায়গায় শিগগিরই নির্মাণকাজ শুরু হবে। এতে রামগঞ্জের কারিগরি শিক্ষায় নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‎অন্যদিকে, উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষের জন্য দীর্ঘদিন ধরে ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল। এ চাহিদা পূরণে বর্তমানে বৈদেশিক সহযোগিতায় নির্মাণাধীন ১০০ শয্যার একটি আধুনিক হাসপাতালের কাজ দ্রুত এগিয়ে চলছে। একইসঙ্গে একটি মা ও শিশু হাসপাতাল স্থাপন প্রকল্পের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

‎এই দুই গুরুত্বপূর্ণ খাতে উন্নয়ন কার্যক্রম পরিচালনায় মাহবুব আলমের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় নাগরিকরা। তাঁদের মতে, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রামগঞ্জ ধীরে ধীরে একটি আধুনিক ও উন্নয়নবান্ধব উপজেলায় রূপ নিচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ