রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

নিয়ামতপুর উপজেলার জাতীয় আদিবাসী পরিষদের আহবায়ক কমিটি গঠন

জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার জাতীয় আদিবাসী পরিষদের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা মুক্ত মঞ্চে বেলা এগারো টার সময় নিয়ামতপুর উপজেলার জাতীয় আদিবাসী পরিষদের পক্ষ থেকে এক জরুরি মিটিং এর আহবান করেন জাতীয় আদিবাসী পরিষদের সাবেক সভাপতি নগেন কুজুর।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নকুল পাহান, অজিতকুমার মুন্ডা সাধারণ সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা, বিজয় ইন্দোয়ার সাবেক সাংগঠনিক সম্পাদকসহ নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, আদিবাসী যুব পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদ এবং নিয়ামতপুর উপজেলার আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
এ সময় জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্র কমিটি ও জেলা কমিটির অনুমোতিক্রমে আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটির আহ্বায়ক
নগেন কুজুর ভাবিচা,স্বপন পাহান যুগ্ম আহ্বয়াক হাজিনগর,বিজয় ইন্দোয়ার যুগ্ম আহ্বয়াক চন্দননগর,যতিন সরেন যুগ্ম আহ্বয়াক ভাবিচা,সন্তেষ লাকড়া যুগগ্ম আহ্বয়াক নিয়ামতপুর সদর,শ্রীমতি বেদমনি মাহাতো যুগ্ম আহ্বয়াক নিয়ামতপুর সদর,অজিত কুমার মুন্ডা সদস্য সচিব শ্রীমন্তপুর,নকুল পাহান সদস্য চন্দননগর,মানিক এককা সদস্য বাহাদুরপুর,মধু উরাও সদস্য রসুলপুর,বিকাশ মাহাতো সদস্য হাজিনগর,কৃষ্ণ এককা সদস্য বাহাদুরপুর,অনিল কিস্কু সদস্য চন্দননগর নিপেন পাহান সদস্য হাজিনগর, শিরিষ পাহান সদস্য পাঁড়ইল মতিলাল উরাও সদস্য রসুলপুর, রেন্টু সরেন সদস্য পাঁড়ইল, নরেন পাহান সদস্য পাঁড়ইল, উজ্জল মাহাতো সদস্য নিয়ামতপুর সদর
এ সময় সকলের উপস্থিতি আগামী বিশ কর্ম দিবসের মধ্যে জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ