
মুশতাক আহমেদ পবিপ্রবি প্রতিনিধি,
আজ ১৬মার্চ(রবিবার ), ইচ্ছেফেরি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখার উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুঃস্থ মানুষদের উপহার সামগ্রী বিতরণ করেন পবিপ্রবি ইচ্ছেফেরির একদল তরুন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ,ইচ্ছেফেরির নিয়মিত সদস্য এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের আর্থিক সহায়তার মাধ্যম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শিক্ষার্থীরা বলেন,”পবিত্র মাহে রমজান আমাদের ত্যাগ শেখায় দীর্ঘ একমাস ত্যাগের পরে আমাদের মাঝে ঈদ আসে আনন্দ এবং খুশি নিয়ে, তাই আমাদের আশেপাশের প্রতিটি মানুষের ঈদের আনন্দ উপভোগ করার অধিকার রয়েছে। তাই আমরা সবাই মিলে চাই আমাদের আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষ যারা সমাজ অবহেলিত তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য কিছুটা চেষ্টা করে থাকি। আমরা সবাই মিলে যদি মানুষের পাশে দাঁড়াই তাহলে আমাদের সমাজ নতুন ভাবে তৈরি করতে পারব এবং আমরা ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয় সম্মানিত শিক্ষক মহাদয় এবং সাধারণ শিক্ষার্থীদের যাদের সাহায্যে আমরা এই উপহার সামগ্রী অসহায় ও দুস্থ মানুষদের হাতে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। ”
সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ অনুভূত হয়। সেই লক্ষে পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ইচ্ছেফেরি সংগঠনটি ২০২০ সাল থেকে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।